শনিবার

২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীর বনলতা হোটেলে অভিযান, মালিকসহ ১৭ জন আটক বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জোরালো হচ্ছে ধানের দাম বেশি-ঈদের ছুটির অজুহাতে চালের বাজার চড়া প্রাক্-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে জড়ো হয়েছে হাজারো রোহিঙ্গা নাচোলে আমবাগান পরিদর্শন করলেন ১৩ দেশের রাষ্ট্রদূত বাঘায় বাবুল হত্যাকান্ড নিয়ে এমপি শাহরিয়ারের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, ঈর্শাপরায়ণ : মেয়র লিটন বাঘায় আ’লীগ নেতা বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ আসামীর রিমান্ড মঞ্জুর পবিত্র কাবাঘর সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি ৪১০ মিলিয়ন বছর আগে ‘ফুটন্ত শিলা’ যেভাবে মঙ্গোলিয়ায় মহাসাগর সৃষ্টি করেছিলো

বাগমারায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

Paris
Update : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : ‘ও বাবা, তোরা আমাকে বাঁচা, এমন হত্তে ক্যান, আমার। ডাক্তার আসপেনা বাবা? এমন প্রোলাপ করতে করতে চোখের সামনে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ফাতেমা বেওয়া (৭৫) নামের এক বিধবা নারী। মৃত্যুর পরেই কর্তব্যরত চিকিৎসক ডাঃ ববিতা রানীকে ডেকে আনলেন হাসপাতালের এক নার্স। এমন লোমহর্ষক ঘটনা দেখেই অনেকেই কেঁদে ফেললেন হাসপাতালে’। বিধবা নারীর দুই ছেলে আবুল কালাম ও মোবারক হোসেন মায়ের এমন দৃশ্য দেখে হতবাক। তাঁরা চিকিৎকদের গাফলতি ও অবহেলাকে দায়ী করলেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কামনগর গ্রামের মৃত তরিকুল্যাহর স্ত্রী ফাতেমা বেওয়াকে তার ছেলে আবুল কালাম ও মোবারক হোসেন শ্বাসকষ্ট জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক ববিতা রানী দায়ীত্বে থাকলেও সেখানে সহকারী চিকিৎসক হিসেবে দায়ীত্ব পালন করছিলেন রেজাউল করিম। তিনি শ্বাসকষ্ট জনিত রোগী ফাতেমা বেওয়াকে সাড়ে ১১ টায় ভর্তি করে ইসিজি করতে উপরে পাঠান। কিন্তু ভর্তিকৃত চিকিৎসক রোগীকে ভর্তির কাগজে ইসিজির বিষয়টি উল্লেখ করলেও তিনি ওই কাগজে ইসিজির নির্দেশ না লেখায় কর্তব্যরত নার্সরা তা করেন নি।

রোগীর অবস্থার অবনতি হলেও কোন নার্স রোগীর পাশে যায়নি বলে রোগীর ছেলে মোবারক হোসেন অভিযোগ করেন। তিনি বলেন, মা মারা যাবার পর পরই ১২ টার দিকে দায়িত্বরত চিকিৎসক ববিতা রানী রোগীর পাশে আসেন এবং তার ভর্তির কাগজে বিভিন্ন ঔষুধের তালিকা তৈরী করেন। এক পর্যায়ে তিনি রোগীর অভিভাবককে ধমকান এবং মৃত রোগীটিকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানোর কথা বলেন। তারা রাজশাহীতে নিতে অস্বীকার করলে মৃত রোগীকে ইসিজি করেন এবং বেঁচে আসে বলে অক্সিজেন দিয়ে তাদেরকে বুঝান। কিছুক্ষনমণ পর তাদের রোগী মারা গেছে বলে হাসপাতাল থেকে বের করে দেন। চিকিৎসকের এমন অবলার কারণে রোগীর মৃত্যু অভিযোাগ করা হলেও তারা কোন কর্ণপাত করছে না বলে স্বজনদের অভিযোগ ।

হাসপাতালে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীর অভিযোগ, ববিতা রানী স্থানীয় আ’লীগের এক প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ায় তিনি কাউকে পরোয়া করেন না। অধিকাংশ সময় তিনি রোগী ও তাদের অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে থাকেন। তার এমন কর্মকান্ডে হতাশ এলাকার মানুষ। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ ববিতা রানী বিষয়টি এডিয়ে যান। অপরদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে আমি আপনাকে জানাতে পারবো বলে তিনি জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris