শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট সেনাদের জন্য বিশেষ গান

Paris
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

এফএনএস : বাংলাদেশ ক্রিকেট টিম এখন অবস্থান করছে ওমানে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। এদিকে ঢাকা থেকে বাংলাদেশ ক্রিকেট সেনাদের প্রতি শুভেচ্ছা ও উৎসাহ জানিয়ে তৈরি হলো বিশেষ গান। দেখার মতো মারো/ নিজের খাতায় যোগ করে নাও/ দু’চারটে রান আরও/ হাত খুলে মারো/ চার ছক্কা মারো/মন খুলে মারো/ বাড়বে রান আরও/ যেন বাংলাদেশ জেতে আরও!- এমন অনবদ্য কথাগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। আর কথাগুলো কণ্ঠে তুলেছেন দুই প্রজন্মের চারজন তারকা শিল্পী- বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল। গানটির সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।

রেকর্ডিং শেষে এরমধ্যে গানটির একটি ভিডিও নির্মাণও হয়েছে। এতে অংশ নিয়েছেন চার শিল্পী। আর পুরো শুটিংয়ের উদ্যোগ নিয়েছে নাগরিক টেলিভিশন। গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, ‘জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। যদিও আমাদের কাজের সংখ্যা খুবই কম। তবে এই গানটিসহ যে ক’টি কাজ করেছি তার প্রত্যেকটি স্পেশাল। এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিনজন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।’ নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, বিশেষ এই গানটি সোমবার (১৮ অক্টোবর) রাত থেকে এবারের পুরো বিশ্বকাপজুড়ে প্রচার হবে টিভি পর্দায়।

এদিকে গানটির অন্যতম শিল্পী টিনা রাসেল বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট আসর নিয়ে এটি আমার প্রথম গান। সঙ্গে গুণী শিল্পীদের পেয়েছি। এটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। বাপ্পা দা’র স্টুডিওতে বাংলাদেশ টিমের জার্সি গায়ে জড়িয়ে ভিডিও শুটিং করেছি রোববার (১৭ অক্টোবর) রাতে। সেটা অন্যরকম একটা অনুভূতি। আমাদের বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’


আরোও অন্যান্য খবর
Paris