শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব

Paris
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

এফএনএস : ভারতের প্রখ্যাত পরিচালক রবি কিনাগির নাম ব্যবহার করে এক অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিনেত্রীর নাম পায়েল সরকার। জানা গেছে, ওই পরিচালকের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কলকাতার টিভি সিরিআলের জনপ্রিয় মুখ পায়েল সরকারকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। অভিনেত্রীকে জানানো হয়, তার পরবর্তী ছবির জন্য নায়িকা হিসেবে আপনাকে ভাবছেন পরিচালক। শুধু তাই নয় পরিচালকের সঙ্গে সময় কাটাতে হবে। আরও বিস্তারিত জানতে চাইলে নায়িকাকে বলা হয়, তার সঙ্গে রাত কাটাতে হবে।

পরে তিনি সেই কথোপকথনের স্ক্রিন শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন। তারপর পুরো প্রোফাইলটি খতিয়ে দেখে তিনি বুঝতে পারে এটি একটি ভুয়া অ্যাকাউন্ট। এ ঘটনায় সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান অভিনেত্রী পায়েল সরকার। এদিকে অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমেছে। অন্যদিকে, পরিচালক পরিচলাক এই বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে। পাশাপাশি অন্য তারকাদেরও সতর্ক থাকার পরামর্শ দেন পরিচালক। পরিচালক রবি কিনাগির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নাম ‘মিসড কল’। এতে অভিনয় করেন সোহম চক্রবর্তী ও ঋত্বিকা সেন। সূত্র: হিন্দুস্তান টাইমস


আরোও অন্যান্য খবর
Paris