বুধবার

৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণ হারালেন শতাধিক ব্যক্তি বাঘা আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড নিয়ে দায়িত্বহীনতা ছিলো কার? নানা প্রশ্ন কখনো কোনো ব্যক্তির নিজস্ব অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না : আইজিপি রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত শিবচরে ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ দিয়েই সংসদে পাস হলো বাজেট আধুনিকতার ছোঁয়া লাগেনি পুঠিয়ার সাধারণ পাঠাগারে বাগমারায় আ’লীগের বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশে দফায় দফায় হামলা প্রতিটি বিভাগীয় শহরে মেট্রোরেল হবে : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার সেরা একাদশে রিশাদ

বাগমারায় চোলাই মদসহ একজন গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ সাইদুর রহমান সরদার (৫০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। সে হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামের মৃত মেহের আলী সরদারের ছেলে।

জানা যায়, হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামের মৃত মেহের আলী সরদারের ছেলে সাইদুর রহমান এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বাড়ির আশপাশে বিভিন্ন জায়গা থেকে এসে অনেক মাদকসেবী তার কাছ থেকে মাদকসেবন করে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় উপপরিদর্শক আবুল কালাম, সহকারী উপপরিদর্শক মুশফিক আহমেদ, সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সাইদুর রহমানের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইদুর রহমান পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় একটি ড্রামে রাখা আশি লিটার ও কন্টেইনারে পচিশ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি সাইদুর রহমান কে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris