বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তালেবান-চীনের নয়া সখ্য

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এফএনএস : আফগানিস্তানের মাটিতে চীনের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি। আফগানিস্তানের বিভিন্ন জেলায় তাদের অগ্রযাত্রার মধ্যেই, চীনের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তিদের সাথে বৈঠকে বসলো সশস্ত্র গোষ্ঠী তালেবান। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দু’পক্ষের মধ্যে। মার্কিন সেনারা যখন আফগানিস্তান ছেড়ে যাচ্ছে এবং দেশটিকে রেখে যাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তখন চীন তার প্রভাব বাড়াতে চাইছে ওই অঞ্চলে এমনটাই মনে করা হচ্ছে।

বৈঠকের পর তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম এক টুইট বার্তায় বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।তালেবান বেইজিংকে আশ্বস্ত করেছে, কাউকে চীনের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না তারা। অন্যদিকে চীন বলেছে, আফগানিস্তানের বিষয়ে কোনো হস্তক্ষেপ ছাড়াই তবে আফগান সমস্যার সমাধান ও শান্তি ফেরাতে সহায়তা করবে বেইজিং। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, তুর্কিস্তানে ইসলামিক মুভমেন্টকে দমন করবে তালেবান।

পরে সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইতিবাচক হয়েছে দু’পক্ষের আলোচনা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আফগানিস্তানকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দেখে চীন। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতের সমৃদ্ধ আফগানিস্তান গঠনে আন্তরিক থাকবে তালেবান। কারণ তারা একটি গুরুত্বপূর্ণ পক্ষ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়েই জোর দিয়েছেন। দেশটির সব জাতিগোষ্ঠী মিলেমিশে উন্নয়নের দিকে এগিয়ে যাবে, যার নেতৃত্ব দেবে আফগানরাই।’

অন্যদিকে, ভারতে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জানালেন, রাজনৈতিক পথেই আফগানিস্তানে শান্তি ফিরবে বলে বিশ্বাস করে বাইডেন প্রশাসন। তিনি আরও বলেন, ‘কয়েক সপ্তাহে তালেবানের অগ্রসর হওয়ার খবর সত্যিই উদ্বেগজনক। তবে, আমি মনে করিয়ে দিতে চাই, আগ্রাসন চালিয়ে কাবুল দখল করলে, কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না তারা। কারণ নিরীহ আফগানদের ওপর নির্যাতনকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’


আরোও অন্যান্য খবর
Paris