সোমবার

৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ২০ সমঝোতা কোটাবিরোধী আন্দোলনের ‘যৌক্তিকতা’ দেখছেন না প্রধানমন্ত্রী সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আলোচনা রাস্তা না থাকাই দুর্ভোগে মুসাখাঁ আশ্রয় প্রকল্পের বসবাসকারীরা ভারতীয় সেনাবাহিনীতে রোবট কুকুর ও সেবেক্স ২ বিস্ফোরক আমাকে কেবল ঈশ্বর নির্বাচন থেকে সরে যেতে রাজি করাতে পারেন : বাইডেন ফের অপু-বুবলীকে নিয়ে যা বললেন শাকিব খান জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে শিশুদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীর মোহনপুরে স্কুল সংস্কারে অনিয়ম, ব্যবস্থা নেয়ার নির্দেশ এমপির শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন মন্ত্রী ফারুক খানের

৮০-এর দশকের ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর ৮নং ওয়ার্ডের কাজিহাটা এলাকায় ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী এর উদ্যোগে সকাল ১১.০০ টায় “সকল প্রকার অপপ্রচার ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকুন” স্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মানুষকে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম হাতে নিয়েছে সংগ্রাম পরিষদ।

এই কার্যক্রমের দ্বিতীয় দিন নগরীর ০৮ নং ওয়ার্ডের কাজিহাটা এলাকায় মাইকিং করে প্রায় দুই শতাধিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও রাকসু.’র সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না এর বাসভবনের নিচ তলায় এই রেজিষ্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করা হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ,

সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ, শাহরিয়ার রহমান সন্দেশ, হাসান খান, উপাধ্যাক্ষ মোঃ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুজ্জামান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক প্রমুখ। এই রেজিষ্ট্রেশন কার্যক্রমটি আজ রাজশাহী নগরীর রাজপাড়া এলাকায় সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয় এবং সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।


আরোও অন্যান্য খবর
Paris