সোমবার

৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ২০ সমঝোতা কোটাবিরোধী আন্দোলনের ‘যৌক্তিকতা’ দেখছেন না প্রধানমন্ত্রী সায়মা ওয়াজেদের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আলোচনা রাস্তা না থাকাই দুর্ভোগে মুসাখাঁ আশ্রয় প্রকল্পের বসবাসকারীরা ভারতীয় সেনাবাহিনীতে রোবট কুকুর ও সেবেক্স ২ বিস্ফোরক আমাকে কেবল ঈশ্বর নির্বাচন থেকে সরে যেতে রাজি করাতে পারেন : বাইডেন ফের অপু-বুবলীকে নিয়ে যা বললেন শাকিব খান জ্ঞান-বিজ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে শিশুদের গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীর মোহনপুরে স্কুল সংস্কারে অনিয়ম, ব্যবস্থা নেয়ার নির্দেশ এমপির শহীদ এএইচএম কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন মন্ত্রী ফারুক খানের

করোনায় মারা গেলেন রুয়েট’র সাবেক ভিসি প্রফেসর মর্ত্তুজা আলী

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্রাক্তন ভাইস-চ্যান্সেলর এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী (৬৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোররাে পোস্ট কোভিড-১৯ ইফেক্টে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী গত ৭ জুলাই বুধবার কোভিড-১৯ নমুনা পরীক্ষা করে পজেটিভ হন। এরপর ৯ জুলাই শুক্রবার ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে পুনরায় কেবিনে নেয়া হয়। গত ২৫ জুলাই রবিবার কেবিনে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন স্যাচুরেশন লেভেল ৫২ তে নেমে যায় পরে তিনি মারা যান।

প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী ’র মৃত্যুতে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সেখ গভীর শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। রুয়েট ভিসি বলেন, “ড. মোঃ মর্ত্তুজা আলী ছিলেন বিনয়ী, স্বল্পভাষী, সহজ-সরল, ধর্মপরায়ন ও নিবেদিত প্রাণ শিক্ষক যার কৃতিত্ব তিনি রেখে গেছেন তাঁর প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে।

তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম, জাতি হারালো একজন দক্ষ প্রকৌশল শিক্ষাবিদকে।” মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ৮ টায় রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতে অনুষ্ঠিত হয়। এরপর বেলা সাড়ে ১১ টায় গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে দ্বিতীয় নামাজের জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মেয়রের শোক প্রকাশ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. মর্ত্তুজা আলী এবং রাজশাহী শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আফজাল হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মরহুমদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


আরোও অন্যান্য খবর
Paris