মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ বোলারদের নিয়ে নতুন পরিকল্পনা

Paris
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলীদের উত্তরসূরিদের নিয়ে আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছে গেম ডেভেলপমেন্ট। আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে যুবদলের পেসার ও স্পিনারদের নিয়ে বিশেষায়িত ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। নয়দিনের এই ক্যাম্প চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৯ পেসার ও ৫ স্পিনারকে নিয়ে অনুষ্ঠেয় ক্যাম্পে পেসারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তালহা যুবায়ের।

স্পিনারদের দেখভাল করবেন সোহেল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার বলেছেন, ‘আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে একটি বিশেষায়িত ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যেখানে মোট ১৪ জন বোলার আমাদের এই ক্যাম্পে ট্রেনিং করবে। এর মধ্যে ৯ জন পেসার ও ৫ জন স্পিনার রয়েছেন।’


আরোও অন্যান্য খবর
Paris