সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালপুর চিনিকলে আখ মাড়াই শুরু

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, লালপুর : উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরের গোপালপুর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে চিনিকল চত্বরে ডুংগাই আখ নিক্ষেপের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এবারে ১৩৪ কার্য দিবসে ২ লাখ ১৪ হাজার মে:টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০ মে:টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২০-২০২১ এর চিনকলটির মাড়াই মৌসুম শুরু করা হয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীররের সভাপতিত্বে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল চিনিকলের ডুংগায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহাম্মেদ, গোপালপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (কৃষি) মুঞ্জুরুল হক, চিনকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আখচাষী নেতা আনছার আলী দুলাল প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris