সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় কেতন সম্মাননা পেলেন ড. আব্দুল্লাহ আল ফিরোজ

Paris
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
বিজয় কেতন সম্মাননা-২০২১ পেলেন ড. আব্দুল্লাহ আল ফিরোজ। সঙ্গীতশিল্পী ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য নন্দন সাহিত্য একাডেমির পক্ষ থেকে তিনি এই সম্মাননা পান। নন্দন সাহিত্য একাডেমি ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদ এই সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন। ড. আব্দুল্লাহ আল ফিরোজ সমাজসেবা অধিদপ্তর রাজশাহী জেলা শাখার সহকারি পরিচালক হিসেবে কর্মরত আছেন। রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতক ডিগ্রীসহ স্নাকোত্তর ডিগ্রী লাভ করেন। শিক্ষা জীবন থেকেই তিনি সঙ্গীত জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে ছিলেন। সরকারি চাকুরির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় তিনি নগরীর একটি সঙ্গীত প্রতিষ্ঠানে নিয়মিত গানের চর্চা অব্যাহত রাখা ছাড়াও নিজেকে সমাজসেবায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রেও তিনি নিয়মিত গান উপস্থাপন করে থাকেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানেও তিনি সঙ্গীত চর্চাকে প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেকে ধরে রেখেছেন সঙ্গীত জীবনের মনোকোঠায় বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris