সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নৌকার প্রার্থী ফারুক চৌধুরীকে নির্বাচনী উঠান বৈঠকে আ.লীগ নেতার নগদ অর্থ প্রদান

Paris
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপির হাতে নগদ অর্থ প্রদান করেন কামারগাঁ ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে সকলের সামনে নগদ ৫ হাজার টাকা হাতে তুলে দেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের। অর্থ প্রদানকালে ৫নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের কেঁদে কেঁদে বলেন, আমি অনেক কষ্ট করে এ জমানো টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি এ টাকা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার কাজে ব্যয় করবেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র, সাধারণ সম্পাদক ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। উঠান বৈঠকে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি তাঁর বক্তব্যে বলেন, আমি অনেক দিন থেকে আপনাদের পাশে এমপি হিসেবে আছি, আগামীতেও থাকতে চাই। আমি ব্যবসা ছেড়ে দিয়ে হলেও আপনাদের সেবা করে যেতে চাই। যারা এ আসনে প্রার্থী হিসেবে নতুন নির্বাচনে অংশ নিয়েছে তারা অনেক কাজ ঠিকমত বুঝতে পারবেনা, তাই এ আসনে তেমন উন্নয়নও করতে পারবেনা। আর আমি যেহেতু সকল কিছু শিখে গেছি, তাই আমি আবারো এমপি হিসেবে নির্বাচিত হলে এ আসনের উন্নয়ন দ্রুত করতে পারবো। আপনারা সকলে উন্নয়নের লক্ষ্যে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris