সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

Paris
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুরে কাঠ ও টিনর্ভতি ছোট ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর রুবেল আলী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রুবেল আলী সদর উপজেলার নারায়নপুরের জহুরপুর গ্রামের এনামুল হকের ছেলে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রশরশিয়া থেকে জহুরপুরে যাওয়ার পথে বান্নাপাড়া নামক এলাকায় এ কাঠভর্তি নৌকাডুবির ঘটনা ঘটে। একই নৌকায় সাথে থাকা আরেক মাঝি সাঁতরে উঠলেও তিন দিন ধরে নিখোঁজ ছিলেন রুবেল আলী। নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আলী জানান, গত তিনদিন আগে শিবগঞ্জ উপজেলার পাঁকা দশরশিয়া থেকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরে যাওয়ার পথে বান্নাপাড়ায় এলাকায় গেলে কাঠ ও টিনভর্তি নৌকাটি ডুবে যায়। এসময় একই সাথে আসা আরেকটি নৌকার দুই মাঝি একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রুবেল আলী নিখোঁজ ছিল। আজ সকালে কয়েক কিলোমিটার দূরের গোয়ালডুবি ঘাটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক জানান, গত বুধবার পদ্মা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে রুবেল নামের একজন মাঝি পানিতে ডুবে নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris