বৃহস্পতিবার

৪ঠা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে চায় না ডেমোক্রেটরা এমপি আনারের লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল হতে পারে সরকার স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিয়েছে : প্রধানমন্ত্রী নাটোরে বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলায় বুলবুলসহ ৮ নেতাকর্মী আহত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যানের নিজ অর্থায়নে এন্টিভেনম উপহার ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে প্রাণ হারালেন শতাধিক ব্যক্তি বাঘা আওয়ামী লীগ নেতা বাবুল হত্যাকাণ্ড নিয়ে দায়িত্বহীনতা ছিলো কার? নানা প্রশ্ন কখনো কোনো ব্যক্তির নিজস্ব অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না : আইজিপি রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত শিবচরে ফ্রন্টিয়ার টেকনোলজি ইনস্টিটিউট থেকে নিজের নাম বাদ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত

Paris
Update : সোমবার, ১ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিনব্যাপী সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা, আলোচনা ও স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (০১ জুলাই) দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় ১৫ হাজার ডাক্তার এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছে তারা আজ স্ব স্ব মহিমায় স্বাক্ষর রেখে চলেছেন। সেবার মানের দিক থেকে দেশ সেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ সুনাম রাখতে হবে।
তিনি বলেন, চিকিৎসা এমন এটি পেশা যা মানুষকে নতুন জীবনদান করে ফলে মানুষ তা বহুকাল মনে রাখে। মানুষের সেবাই নিয়োজিতের মাধ্যমে এ পেশাই সম্মানিত হওয়া যায়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিশু হাসপাতাল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। এ হাসপাতালের পরিচালনা পর্যদের সভাপতি হিসেবে এটির উন্নয়নে আরও কাজ করতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। রামেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নওশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেকের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বগুড়া-৭ সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আবদুল আজিজ, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ এএসএম নাজমুল হক সাগর।
রামেক আরএমসি ডে-২০২৪ উদযাপন কমিটির আয়োজনে আরও বক্তব্য রাখেন, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, বিএমএ রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ এবিসিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ মান্নান, তবিবুর রহমান শেখ, অধ্যাপক ডা: খলিলুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান খান বাদশাহ, কুষ্টিয়া বিএমএর সভাপতি অধ্যাপক মোস্তানজিদ, আরএমসি ডে-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক রামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মু. হাবিবুল্লাহ সরকার, কমিটির সদস্য সচিব: অধ্যাপক ডাঃ মোহাম্মদ হাসান তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দ বক্তব্য দেন।


আরোও অন্যান্য খবর
Paris