বুধবার

২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বগুড়া কারাগারের ছাদ ফুটো করে চার ফাঁসির আসামির পলায়ন, পরে আটক শহীদ এএইচএম কামারুজ্জামানের বর্ণাঢ্য জীবন, আজ জন্মবার্ষিকী নাচোলে ইলামিত্র সংগ্রহশালা পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার আগামী এক বছরের মধ্যে রাজশাহী জেলা হবে শিশুশ্রম মুক্ত : প্রতিমন্ত্রী শেখ হাসিনা দেশ বিক্রি করে না : প্রধানমন্ত্রী দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী বাইডেন-ট্রাম্প মুখোমুখি বিতর্কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ নাটোরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

মোহনপুরে পুকুর খননে ছয় মাসের সাজা

Paris
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। এসময় পুকুর খননে সম্পৃক্ত তিনজনকে আটক করে প্রত্যেককে ছয়মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) সকাল থেকে পৃথক এ অভিযান চালায় প্রশাসন। গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে সন্ধার পর এ তথ্য নিশ্চিত করে উপজেলা প্রশাসন। সাজা প্রাপ্তরা হলেন, ধুরইল এলাকার লিখন, স্বপন মিয়া এবং শাহীন আলম। উপজেলা প্রশাসন জানায়, বাদেজুল এবং গোছা এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। মোট আটটি ব্যাটারি জব্দ করা হয়েছে। পাঁচটি এক্সস্ক্যাভেটর মেশিন বিনষ্ট করা হয়েছে। তিন জন আসামি ধরা পড়েছে এবং প্রত্যেককে ছয় মাসের জেল প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অংশ নিয়েছেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। অভিযানের সাফল্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) পোস্ট করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ‘উপজেলা নির্বাহী অফিসার, মোহনপুর থানা স্যার কর্তৃক অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান’। ‘আমার দেখা অন্যতম সাহসী অফিসার তিনি। দুপুর বেলা প্রচন্ড গরমের মধ্যে নিজেই ভেকুতে উঠে বিলের মধ্যে দিয়ে প্রায় ০১ কিমি পথ পাড়ি দিয়ে ভেকু জব্দ করার জন্যে নিয়ে এসেছেন’। ‘তার প্রজ্ঞা ও সাহস এই দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ’। ‘আপনার জন্য শুভ কামনা। আপনার মত ইনচার্জ ছড়িয়ে যাক সব জায়গায়’।


আরোও অন্যান্য খবর
Paris