সোমবার

১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

পোরশায় পুনরায় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ

Paris
Update : বুধবার, ২২ মে, ২০২৪

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ২৬২১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ২২৪৭৯। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন। তিনি বই প্রতীকে ভোট পেয়েছেন ১৬১৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অবসরপ্রাপ্ত সেনা সৈনিক মোজাম্মেল হক তালা প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনরায় বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির বহিষ্কৃত নেত্রী মমতাজ বেগম। তিনি হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ২৯৯২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা মহিলা লীগ নেত্রী নিলুফা ইয়াছমিন কলস প্রতীকে ভোট পেয়েছেন ১১২৫৬। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris