শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরের কাদামাটি নিয়ে দাফিয়ে বেড়াচ্ছে ট্রাক্টর, দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে আরোহীদের

Paris
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪

আককাস আলী : নওগাঁয় পুকুরের কাদামাটি নিয়ে ছোট-বড় পাকা রাস্তায় দাফিয়ে বেড়াচ্ছে খোলা ট্রাক্টর। দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মোটরসাইসহ চার্জার ভ্যান আরোহীদের। বিনষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা রাস্তাঘাট। প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন জেলা ও উপজেলার সর্বত্র চলছে অবৈধ পুকুর খনন ও মজাপুকুর পুন:খনন। এসব পুকুরের কাদামাটি খোলা ট্রাক্টরে করে প্রতিদিন প্রকাশ্য দিবালোকে উপজেলা সদরের ব্যস্ত এলাকা দিয়ে অসম্ভব দ্রুতগতিতে পরিবহণ করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। ট্রাক্টরের কাদামাটি পাকা রাস্তার উপর পড়ে জমা হয়ে থাকছে। দ্রুতগতিতে এসব ট্রাক্টর চলার সময় পুরো রাস্তাঘাট ঘনধূলার ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে। এতে মানুষের চলাচল অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ট্রাক্টরে মাটি পরিবহণের ফলে গ্রামীণ রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে। অন্যান্য যানবাহন চলাচল দূরুহ হচ্ছে। একটু পানি পড়লেই পাকা রাস্তা পিচ্ছিল কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে যান ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটছে। কখনো কখনো মৃত্যুর কোলে ঢলে পড়ছে পথযাত্রীরা। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন উপজেলায় এলজিইডির নির্মিত সড়কের পাশে পুকুর ও নালা খনন করা হচ্ছে। সড়কের ধার ঘেঁষে পুকুর, কূপ বা সেচ নালা ইত্যাদি খনন করলে সড়কের পাশ্বের-ঢাল এবং আড়-ঢাল ক্ষতিগ্রস্ত হয়। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে গ্রামীণ সড়কের ধার ঘেঁষে পুকুর, সেচ নালা খনন করা দেশের প্রচলিত আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। কোনো ব্যক্তি রাস্তার ধার ঘেঁষে পুকুর বা খাল বা কূপ অথবা সেচনালা তৈরি করলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজ খরচে সুরক্ষা ঢাল নির্মাণ করবেন। কিন্তু এই আইন মানা হচ্ছে না। স্থানীয়রা অবিলম্বে আইন অমান্য করে পুকুর খনন করা বন্ধ ও পুকুরের কাদামাটি অন্যত্র পরিবহণ সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris