বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

Paris
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

তথ্য বিবরণী : নওগাঁয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান সভাপতিত্ব করেন। তথ্য আগামী দিনে শক্তিশালী কারেন্সি উল্লেখ করে সভায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য তা গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে হবে। শুধু স্বাক্ষরতা বাড়ালেই হবে না ডিজিটাল স্বাক্ষরতা বাড়াতে হবে। শুধু স্মার্টফোন বা ল্যাপটপ চালাতে জানলেই হবে না, এগুলো ব্যবহারে আরও স্মার্ট হতে হবে। তিনি বলেন, বর্তমানে অনেক নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। সেইসব সেবা পেতে হলে স্মার্ট হতে হবে। জনগণ যদি স্মার্ট হয় তা হলে কোনো দুর্নীতির অভিযোগ আসবে না। ফলে ঘুষ-দুর্নীতি কমে যাবে। সেবাপ্রত্যাশীরা স্মার্ট হলে দ্রুত দেশ এগিয়ে যাবে।
সভার শুরুতে উপপ্রধান তথ্য অফিসার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে বছরভিত্তিক লক্ষ্যমাত্রা তুলে ধরেন। আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং জেলা তথ্য অফিসের তথ্য অফিসার রূপ কুমার বর্মন বক্তৃতা করেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার চল্লিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris