শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

তথ্য না দেয়ায় রেল ডিজিকে তলব

Paris
Update : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

এফএনএস
তথ্য অধিকার আইনে আবেদন করার পর তথ্য না দেওয়ায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) তলব করেছে তথ্য কমিশন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক রাশিদুল হাসানের অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন এ নির্দেশনা দেয়। ডিজি ছাড়াও আগামী ৬ মার্চ রেলওয়ের উপপরিচালক টিসি আনসার এবং পরিচালক টিসি নাহিদ আহসান খানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় এজলাশে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন। এজলাশে বাদী রাশিদুল হাসান আদালতকে জানান, তিনি গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ইজারা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করেন। তথ্য না পেয়ে পরবর্তীতে ১৭ অক্টোবর রেলওয়ের মহাপরিচালক বরাবর আপিল করেও তথ্য পাননি। এরপর ১৪ নভেম্বর তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। আদালতে সাংবাদিক রাশিদুল হাসান বলেন, তথ্য কমিশন সমন জারি করে ৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করলে সমন পেয়ে রেলওয়ের তথ্য দপ্তরের কম্পিউটার অপারেটর খসরু পারভেজ কল করে ৩১ জানুয়ারি রেলভবনে যেতে বলেন। আমি রেলভবনে যাওয়ার পর আমাকে বলেন, আপনি যে তথ্য চেয়েছেন তা ঠিকাদারের বিরুদ্ধে যায়। তিনি প্রস্তাব করেন ঠিকাদার আপনাকে চা মিষ্টি খাওয়াতে চান। তিনি এর মধ্যস্থতা করতে চান। কিন্তু তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। অভিযোগ উত্থাপনের পর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক রেলওয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও পরিবহন বাণিজ্যিক পরিচালক নাহিদ আহসানের কাছে জানতে চান বাদীর চাওয়া তথ্য প্রদানযোগ্য কিনা। তিনি স্বীকার করেন তথ্য প্রদানযোগ্য এবং ৬ মাসেও তথ্য না দেওয়ায় তিনি ক্ষমা চান। আপিলের পরও তথ্য না দেওয়ায় কমিশন আপিল কর্মকর্তা রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানকে এ অভিযোগে পক্ষভুক্ত করেন। আপিল করার পরও তথ্য প্রদানকারী কর্মকর্তার তথ্য প্রদান না করার কারণ যুক্তিসঙ্গত না হওয়ায় মহাপরিচালক, ডিডি টিসিকে আগামী ৬ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে রেলওয়ের ডিজি কামরুল আহসান বক্তব্য জানতে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।


আরোও অন্যান্য খবর
Paris