শুক্রবার

১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড

অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দীঘির

Paris
Update : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

এফএনএস
২০২৪ সালে বাংলা কনটেন্টের দৌরাত্ম্য আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে গত দুই বছরের সমীকরণটা তেমনই বলছে। ওটিটিকে কেন্দ্র করে এই সম্ভাবনা আরও উজ্জ্বল মনে করছেন সংশ্লিষ্টরা। আর এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের নতুন একটি ওয়েব ফিল্মের ঘোষণাও চলে এলো।গিয়াস উদ্দিন সেলিমের এখন পর্যন্ত প্রায় প্রতিটি সিনেমা আলাদাভাবে সমাদর পেয়েছে। সেই জায়গা থেকে এই নির্মাতার নতুন সিনেমা মানেই দর্শকের জন্য অপেক্ষা। শুধু কি তাই, অনেক অভিনয়শিল্পীরও স্বপ্ন থাকে তার পরিচালনায় পর্দায় আসার। সেই স্বপ্ন নাকি এবার পূরণ হলো অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘গাঁইয়া’তে অভিনয় করবেন দীঘি। সম্প্রতি এর চুক্তিবদ্ধ-স্বাক্ষর হয়ে গেছে। ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র নতুন আয়োজন ‘স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প’ সিরিজের অংশ। দীঘির বিপরীতে এতে রয়েছেন খায়রুল বাসার। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে দীঘি বলেন, ‘সেলিম আঙ্কেলের সঙ্গে কাজ করতে চাওয়া স্বপ্ন ছিল। এত দ্রুত স্বপ্ন পূরণ হবে ভাবিনি। ছোটবেলা থেকে তার নির্মাণ দেখে আসছি। ‘মনপুরা’ সিনেমাটা আমার খুব প্রিয়। সবসময় ভাবতাম, যদি সেলিম আঙ্কেলের এমন একটা সিনেমা করতে পারতাম! এবার শুরুটা তো হলো। খুব শিগগিরই হয়তো তার আরও সিনেমায় সুযোগ পাব।’উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’-এর মতো হিট ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে দর্শকের মন জয় করে ছোটকালেই তারকা বনে যান দীঘি। সে সময় টানা ৩৬টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris