সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশের যতটুকু সমৃদ্ধি হয়েছে তা আওয়ামীলীগের সময়ে হয়েছে : প্রধানমন্ত্রী

Paris
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এফএনএস
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভাঙ্গা থেকে বরিশাল ছয় লেনের আধুনিক মহাসড়ক তৈরি করা হবে। এজন্য ইতোমধ্যেই জমি অধিগ্রহণ কাজ শুরু হয়েছে।’ গতকাল শুক্রবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। আওয়ামী লীগের সরকারের আমলে দেশের অগ্রগতির কথা তুলে ধরে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ এগিয়ে যায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। কোনো ঘর অন্ধকারে থাকবে না। সেই কথা আমরা রেখেছি। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। দারিদ্র্য বিমোচন করেছি। ডিজিটাল বাংলাদেশ করেছি।’ তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়বেন। ১৯৭২ সালে যখন তিনি দায়িত্ব নেন তখন এ দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৯১ ডলার। যুদ্ধের সময় কৃষি উৎপাদন হয়নি, চারিদিকে অভাব-অনটন ছিল। মাত্র দুই বছরে তিনি মাথাপিছু আয় ২৭০ ডলারে উন্নীত করেন। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যার পরে জিয়া-মোশতাক ক্ষমতায় আসে। তারা মানুষের ভাগ্য বদলাতে পারেনি। তাদের সময়ে মাথাপিছু আয় আরও কমে যায়। বাংলাদেশের যতটুকু সমৃদ্ধি হয়েছে তা আওয়ামী লীগের সময়ে হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিল অন্ধকার যুগ। ওই সময় এই বাংলাদেশকে তারা দুর্নীতির অভয়ারণ্য করেছিল। বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আমরা দেশের উন্নয়ন করেছি।’ বরিশাল অঞ্চলের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পায়রা ও পদ্মা সেতু করেছি। পায়রা বন্দর হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি হয়েছে। বরিশাল বিভাগের ভোলার গ্যাস সিএনজি করে আপাতত ঢাকায় নিচ্ছি। ভবিষ্যতে ভোলার গ্যাস বরিশালে আনার ব্যবস্থা করবো।’ বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘রেললাইনে আগুন, ক্লিপ খুলে ফেলা এসব কি মানুষের কাজ হতে পারে? তারা মানুষ নয়, তারা সন্ত্রাসী, খুনি ও যুদ্ধাপরাধী। তারা নির্বাচন চায় না। আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই নৌকা নূহ নবীর নৌকা, প্লাবন থেকে এই নৌকা হাজার মানুষকে বাচিয়ে ছিল। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা।’ প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, নৌকা প্রতীকের প্রার্থী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও অন্যরা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে এমন নেতা, যে নেতা নির্বাচনি ইশতেহারে বলেন, অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করবো। এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি। ভুল থেকে শিক্ষা নেবে, ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না। শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারও হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না।’ গতকাল শুক্রবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন ‘বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলবেন? বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে, পল্টনের খাদে পড়ে গেছে একদফা। একদফা, ৩২ দল ও বিএনপি ভুয়া।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যে ডাক দিয়েছে, তাদের আগুনসন্ত্রাস ভুয়া। খেলা হবে জোরদার খেলা হবে। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো। এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।’


আরোও অন্যান্য খবর
Paris