সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পা ভাঙার হুমকি দিয়ে ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান

Paris
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

এফএনএস
স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের পা ভাঙার হুমকি দিয়ে ভুল করেছেন বলে আদালতে স্বীকার করে ক্ষমা চেয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। গত মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা দায়রা জজ মার্জিয়া খাতুনের আদালতের খাস কামরায় তিনি লিখিতভাবে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এবং তার কর্মী-সমর্থকদের ইঙ্গিত করে ভোটের পর পা ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন চেয়ারম্যান। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ হলে বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির। পরে তাকে শোকজ করলে তিনি আদালতে হাজির হয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। জানা গেছে, রোববার রাতে পঞ্চগড়-১ আসনের নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তার পক্ষে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেন চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। এ সময় তিনি বলেন, যারা নৌকাকে ব্যবহার করে দীর্ঘদিন চলেছে, এখন নৌকার বিরোধিতা করছে, এদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পর এ সমস্ত লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাং (পা) ভেঙে দেওয়া হবে। এদের খন্দকার মোশতাক বলা হয়। নৌকার পতাকাতলে দীর্ঘদিন ধরে শ্বাসপ্রশ্বাস নিয়েছে; এখন নৌকার বিপক্ষে তারা অন্য সুর ধরেছে, তাদের চিহ্নিত করে রাখবেন। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হয়। নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে বিষয়টি এলে সোমবার নুরুজ্জামান নুরুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris