সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ এবার নৌকার নির্বাচনী প্রচারণায়

Paris
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

আরা ডেস্ক
সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে রাজনৈতিক পদ-পদবীর অপব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি কলেজের অধ্যক্ষে মোজম্মেলের বিরুদ্ধে। তিনি দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে এর আগে লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন এক শিক্ষার্থী। ওই ঘটনার পরে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি খবরও প্রকাশ হয়েছিল। এবার সেই অধ্যক্ষ নৌকার প্রচারণায় নেমেছেন সরাসরি। এমনকি কলেজটাকেই তিনি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। আর এসব নিয়ে তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অভিযোগে শোকজ করেছেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম-মহানগর জজ আদালত-২ এর বিচারক লুনা ফেরদৌস।
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দাওকান্দি সরকারি কলেজের মোজাম্মেল হককে আগামী বৃহস্পতিবার লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এই আসনের নৌকার প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ দারাকেউ শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। তাঁকেও লিখিতভাবে একইদিন জবাব দিতে বলা হয়েছে। দারার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন লঙ্ঘন করে রাস্তার ডিভাইডারে ছবিসহ বিশালাকার ব্যানার টাঙ্গিয়েছেন।


এদিকে, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই তিনি নিয়মিত নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। নৌকার পক্ষে বিভিন্ন মিছিল-মিটিংয়েও যোগ দিচ্ছেন। এমনকি অধ্যক্ষ ওই কলেজেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলীয় সভা করছেন। পরিস্থিতি এমন যে, তিনি কলেজটাকেই রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। আর এসব নিয়ে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান। এর পর নির্বাচন অনুসন্ধান কমিটি মোজাম্মেল হককে গতকাল শোকজ নোটিশ করেন। এর আগে এই অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে নিয়োগ বাণিজ্য, কলেজের জমিতে হাট ইজারা দিয়ে টাকা আত্মসাৎ, আত্মীয়করণসহ নানা অভিযোগ উঠে। এসব নিয়ে বিভিন্ন দপ্তরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠিও দেওয়া হয়। দাওকান্দি হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় অধ্যক্ষ মোজাম্মেল হকসহ আরও কয়েকজন শিক্ষকের নামে আদালতে মামলা দায়ের করেন ইজারাদার বোরহান আলী। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ মার্চ দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে মনোনীত করা হয়। এর পর থেকে মোজাম্মেল হক এখনো ওই পদটি ধরে রেখেছেন। অথছ এই কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি কলেজ হিসেবে গ্যাজেটভূক্ত হয়। অধ্যক্ষ মোজাম্মেল হকের পদটি কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে ওই কলেজের মিতালী খাতুন নামের এক ছাত্রী গত ২০ জুলাই আইনী নোটিশ পাঠিছিলেন। কিন্তু তার কোনো জবাবও দেননি অধ্যক্ষ। তবে জানতে চাইলে দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, ‘ব্যক্তিগত ভাবে ও রাজনৈতিক ভাবে আমার সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগ করা হয়েছিল আমার বিরুদ্ধে। তবে যিনি অভিযোগ করেছিলেন, তিনি আমার কলেজের শিক্ষার্থী নন। তার ঠিকানাও ঠিক ছিল না। তাই আমি ওই লিগ্যাল নোটিশের কোনো জবাব দেয়নি। তবে আমি কলেজকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করিনি। কোনো আচরণবিধিও লঙ্ঘন করিনি।’


আরোও অন্যান্য খবর
Paris