সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আচরণ বিধি লঙ্ঘন করায় গোদাগাড়ীর এক শিক্ষক ও গ্রন্থাগারিককে শোকজ

Paris
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

এফএনএস
আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক শিক্ষক ও সহকারি গ্রন্থাগারিককে শোকজ করা হয়েছে। শোকজ প্রাপ্তরা হলেন, উপজেলার হুজরাপুর উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ ও সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক নাজমুল হক। এরা দুই জনই আওয়ামী লীগের পদধারি নেতা। গত রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম তাদের শোকজ নোটিশ প্রদান করেছেন। শোকজ নোটিশে সূত্র হিসেবে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের মৌখিক নির্দেশ মোতাবেক উল্লেখ করে বলা হয়েছে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসীল ঘোষণা হওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত প্রচারাভিযানে সক্রিয় অংশগ্রহণ করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে। ইহা নির্বাচনী আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন প্রমাণিত হয়েছে। এমতাবস্থায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা তার লিখিত জবাব তিন দিনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী-১ আসনের গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেই গুলো কঠোরভাবে দেখা হচ্ছে। আমাদের কাছে শিক্ষক-কর্মচারিা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে বলে অভিযোগ আসছে। আমরা তদন্ত করে সেগুলো আইনগত ব্যবস্থা নিচ্ছ তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং এ উদ্দেশ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারিকে ব্যবহার করতে পারবেন না।

 


আরোও অন্যান্য খবর
Paris