রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

সৈয়দপুরে রেললাইনের পাশে পৌরসভা ভাগাড়

Paris
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

এফএনএস
নীলফামারীর সৈয়দপুর শহরের প্রানকেন্দ্রের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান। আর এর মধ্যস্থান দিয়ে চলে গেছে রেললাইন। রেল লাইনের ওপর ফাঁকা জায়গায় সম্প্রতি সৈয়দপুর পৌরসভা থেকে ভ্যান ও পিকআপে করে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা। বর্তমানে ওই ময়লা আর্বজনা বিশাল এক ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। মনে হয় এটি একটি ছোট পাহাড়। ওই ময়লা আর্বজনা পঁচে গলে ছড়াচ্ছে বিশ্রী দুর্গন্ধ। একটু বাতাস বইলে ওই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ওই পথ দিয়ে অনেকে চলাচল করা ছেড়ে দিয়েছে। ওই স্থানের আশপাশের ব্যবসায়িরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকতে পারছেন না দুর্গন্ধে। এদিকে ওই স্থানে যখন ট্রেন আসে তখন ট্রেনের যাত্রীরাও বিশ্রী গন্ধে বমি করে থাকে। ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল বলেন অতি দ্রুত সময়ে ময়লা পরিস্কার করা হবে। এ ব্যাপারে ব্যবসায়ি ও সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু বলেন, শহরের মধ্যে ময়লা কেন ফেলা হবে। ময়লা আর্বজনা ফেলার জন্য পৌরসভাকে নির্দিষ্ঠ একটি স্থান নির্ধারণ করা উচিৎ। শহরের মধ্যে ময়লা ফেলার কারণে পরিবেশ দুষিত হচ্ছে। মানুষ ওই পথ দিয়ে যেতে পারছে না। শহরের মধ্যে ময়লার ভাগাড় হওয়ায় নিন্দা জানান সাংবাদিক অনিক এ মন্ডল। তিনি বলেন কোন সভ্য সমাজে এ ধরনের কাজ করা উচিত নয়। এটি নিন্দনীয় কাজ বলে তিনি মনে করেন। শহরে কেন ময়লার স্তুপ এ ব্যাপারে পৌর মেয়রের সাথে কথা হলে তিনি বলেন,ময়লাগুলো প্রায়ই সময় পরিস্কার করা হয়। কিন্তু ওই স্থানের ময়লা কেন পরিস্কার করা হচ্ছে না তা আমার জানা নেই। তবে দ্রুত সময়ে ময়লা পরিস্কার করা হবে বলে জানান তিনি। দ্রুত সময়ে ময়লা পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন আন্তজার্তিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র আসক সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris