বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

৫০ কোটি টাকা জিতলেন ৫৫ বছরের নারী

Paris
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

এফএনএস : নেটফ্লিক্সের ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি শোর মুকুট জিতলেন ভিয়েতনামের নারী মাই উইলান। তিনি পেয়েছেন বিশাল অঙ্কের নগদ অর্থ। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হরেক রকম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন। এজন্য পুরস্কারের পরিমাণ ৪.৫৬ মিলিয়ন মার্কিন ডলার (৫০ কোটি ২০ লাখ টাকা)। রিয়েলিটি শোর ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঙ্কের নগদ পুরস্কার। দক্ষিণ কোরিয়ার সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজ অবলম্বনে সাজানো হয়েছে প্রতিযোগিতা। সিরিজে দেখানো কয়েকটি চ্যালেঞ্জে অংশ নিতে হয়েছে প্রতিযোগীদের। এরমধ্যে রয়েছে গ্রিন লাইট, রেড লাইট। এতে দেখা যায়, প্রায় ১৪ ফুট লম্বা রোবট মেয়ে পুতুল গান গাওয়া শুরু করলে সবাইকে একটি লাইন অতিক্রমের জন্য দৌড় শুরু করতে হয়েছে। গান বন্ধ হলেই মূর্তির মতো থেমে গেছেন তারা। তখন নড়াচড়া করা প্রতিযোগীরা বাদ পড়েছে। ওয়েব সিরিজে কেউ ব্যর্থ হলেই মৃত্যু অবধারিত ছিল। আর রিয়েলিটি শোতে প্রতিযোগীদের অপসারণে ব্যবহার করা হয়েছে রেডিও-নিয়ন্ত্রিত বিস্ফোরক রঙ। মাই উইলান ২৮৭ নম্বর পোশাক পরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ফাইনালে তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন স্যাম ওয়েলস (০১৬ নম্বর প্রতিযোগী) ও ফিল কেইন (৪৫১ নম্বর প্রতিযোগী)। চূড়ান্ত পর্বে উঠতে পেরেছেন তারা তিন জন। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বেডফোর্ড শহরের কার্ডিংটন স্টুডিওসে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ রিয়েলিটি শোর শুটিং হয়েছে। এতে রয়েছে মোট ১০টি পর্ব। গত ২২ নভেম্বর মুক্তি পেয়েছে এটি। ইতোমধ্যে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। শেষ পর্বে পাথর, কাগজ ও কাঁচির সমন্বয়ে খেলার মাধ্যমে বিজয়ী নির্ধারণ হয়। মাই উইলান জয়ের কাছে পৌঁছানোর পর উল্লাস করবেন নাকি কাঁদবেন বুঝতে পারছিলেন না। তিনি মনে করেন, ভাগ্যের জোরে জয় পেয়েছেন। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ জেতার ক্ষেত্রে তার সবচেয়ে কাজে লেগেছে মেডিটেশন (ধ্যান)। তিনি বলেন, ‘খুব সকালে উঠে গোসল সেরে ডর্মের চারপাশে হেঁটেছি এবং তারপর সেখানে বসে ধ্যান করেছি। এর মাধ্যমে স্বাচ্ছন্দ্যে থাকা সহজ হয়েছে এবং নিজের মনকে সারাদিন প্রতিযোগিতায় নিমগ্ন রাখতে পেরেছি।’ ৫৫ বছর বয়সী মাই উইলানের জন্ম ভিয়েতনামে। ১৯৭৫ সালে আট বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ১৮ বছর বয়সে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন তিনি। ১৯ বছর বয়সে তার কোলে আসে সন্তান। এরপর সিঙ্গেল মা হিসেবে দুই দশক চাকরি করে অবসরে যান তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টিতে স্বামী ও দুই পোষা কুকুর নিয়ে থাকেন মাই উইলান। এখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে অভিবাসন বিচারক হিসেবে কাজ করছেন। তার দুই মেয়ে এবং ১২ বছরের এক নাতনি আছে। বাগান পরিচর্যা, ভ্রমণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানো উপভোগ করেন তিনি। নেটফ্লিক্স থেকে আয়কর বাদ দিয়ে মাই উইলান পেয়েছেন ২. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ৫৩ লাখ টাকা)। পুরস্কারের অর্থ দিয়ে ভার্জিনিয়ায় নিজের বাড়ি সংস্কার করার পরিকল্পনা আছে তার। এছাড়া নৌযানের জন্য ছোট আকারের ডক বানাবেন তিনি। এছাড়া কিছু টাকা অসহায় মানুষ, প্রাণী ও জলবায়ু পরিবর্তনের পেছনে ব্যয় করতে চান। সম্প্রতি কয়েকজন প্রতিযোগী ইনজুরির কারণ দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করায় আইনিভাবে বিপাকে পড়েছে নেটফ্লিক্স। অভিযোগ রয়েছে, প্রতিযোগিতায় জেতার জন্য শুটিংয়ে ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে গিয়ে হাইপোথার্মিয়া (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া) ও স্নায়ুর ক্ষতির মতো ইনজুরিতে ভুগেছেন দুই প্রতিযোগী। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। চলতি বছরের জানুয়ারিতে নেটফ্লিক্স জানায়, শুটিংয়ে শারীরিক অবস্থা কিছুটা অবনতির কারণে তিন প্রতিযোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তবে গুরুতর ইনজুরির গুঞ্জন অসত্য বলে জানায় ওটিটি প্ল্যাটফর্মটি। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে স্টুডিও ল্যাম্বার্ট। তাদের একজন মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেন, ‘আমরা প্রতিযোগীদের সুস্বাস্থ্যের দিকটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছি।’ এদিকে ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজের সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। চলতি বছরের জুনে ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে এর অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। আগের মৌসুমের কয়েকজন অভিনেতা ফিরছেন সিক্যুয়েলে। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কয়েকজন। ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজে দেখা যায়, জীবনযুদ্ধে পরাজিত ও ধারদেনায় বিপর্যস্ত ৪৫৬ জন প্রতিযোগীর গল্প। তাদের টাকার লোভ দেখিয়ে মরণপণ খেলায় নামিয়ে দেওয়া হয়। জিতলে বেঁচে থাকার অধিকার আর হারলে মৃত্যু অবধারিত। একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার নির্মম খেলা শুরু করে। শেষ পর্যন্ত জয়ী প্রতিযোগী সাং জি-হান পায় নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। দ্বিতীয় মৌসুমে যথারীতি এ চরিত্রে অভিনয় করবেন লি জং-জে। ২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তির পর ‘স্কুইড গেম’কে ঘিরে বিশ্বজুড়ে ঝড় ওঠে। প্রথম ২৮ দিনেই ১৬৫ কোটি ঘণ্টা দেখা হয়েছে এই ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাফল্য। তাই এর দ্বিতীয় মৌসুমের জন্য মুখিয়ে আছে সারাবিশ্বের দর্শক। সেই অপেক্ষার অবসান হবে ২০২৪ সালে। কোরিয়ান সিরিজটির দ্বিতীয় মৌসুমও পরিচালনা করছেন হোয়াং ডং হিউক। গল্পকার এবং নির্বাহী প্রযোজক তিনিই।


আরোও অন্যান্য খবর
Paris