বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড

গোমস্তাপুরে গাঁজাসহ চার জন গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন ক্রেতা ও দুইজন বিক্রেতা। গ্রেপ্তারকৃতরা হলেন, বংপুরের মোহা. ইদুর স্ত্রী মোছাঃ মর্জিনা (৩০) ও গিয়াস উদ্দীনের ছেলে তৌফিজুল ইসলাম (৬০), এনায়েতপুরের মফিজ উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (৩৩), পশ্চিমজগৎ গ্রামের মৃত মন্টু আলীর ছেলে আল আমীন (৩৫)।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার মেজর মারুফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বংপুরে মর্জিনার বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে মর্জিনার দেয়া তথ্যের ভিত্তিতে তৌফিজুলের বাড়িতে অভিযান চালায়। সেখানে আরো ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় তৌফিজুলসহ তরিকুল ও আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান- গ্রেপ্তারকৃতদের মধ্যে মর্জিনা ও তৌফিজুল মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই বাড়িতে গাঁজা রেখে বিক্রি করে আসছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। অন্যদিকে তরিকুল ও আল আমীন মাদকসেবী। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের পর আসমীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris