সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার  (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের আদালত সংলগ্ন জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে এই ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচন অফিসের সীমানা প্রাচীরে দুটি অংশে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নির্বাচন অফিস ও এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দা মো. যুদ্ধ বলেন, নির্বাচন অফিসের গা ঘেঁষে আমার তুলার দোকান। পৌণে ৯টার দিকে কয়েকজন যুবককে আমার দোকানের সামনে দিয়ে নির্বাচন অফিসের পেছন দিকে যেতে দেখি। তার কিছুক্ষণ পরই পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচন অফিসের সীমানা প্রাচীরের দেয়ালে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় নির্বাচন অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি বা হতাহতের ঘটনাও ঘটেনি। নির্বাচন অফিসসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নির্বাচনকে ঘিরে আতঙ্ক ছড়াতেই এমন কাজ করা হতে পারে। এ ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পুলিশের একটি দল সার্বক্ষণিক জেলা নির্বাচন অফিসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris