সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পবায় ভিক্ষুকদের মাঝে গরু দোকান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার, অনুদান বিতরণ

Paris
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

পবা প্রতিনিধি

রাজশাহীর পবায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচী জনগণের মাঝে তুলে ধরা ও কর্মসূচী বাস্তবায়নে অন্তরায় সমূহ দূরীকরণে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী কর্তৃক ভিক্ষুকদের মাঝে গরু, দোকান ঘর ও মালামাল বিতরণ, নৃ-গোষ্ঠি পরিবার ও নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে অনুদান, বিভিন্ন প্রকল্পে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। রবিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। মূল প্রবন্ধ উপস্থাপক করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) সৈয়দ মোস্তাক হাসান, আলোচক ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালযের উপ-পরিচালক মোছাঃ হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান। উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আব্দুল মমিন, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় ৪৭ জনের মাঝে ১৫ লক্ষ ৬৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ ও ১৭ টি নৃ-গোষ্ঠী পরিবারকে ৬৮ হাজার ও ৬৯ জন  নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদেরকে দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুদান প্রদান করা হয় এবং আট জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সাতজন ভিক্ষুককের মধ্যে ছয়জনকে দোকান ঘরসহ মালামাল ও একজনকে গরু প্রদান করা হয়। ভিক্ষুক পুনর্বাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ ও সমাজের সর্বস্তরের জনগণ।


আরোও অন্যান্য খবর
Paris