সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ ও সার বিতরণ

Paris
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

পবা প্রতিনিধি

কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে রবি মৌসুমের গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হবে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার, রায়হান উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান, সহ সাংবাদিক, উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 


আরোও অন্যান্য খবর
Paris