সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হরতালকে ঘিরে রাজশাহীতে বৃদ্ধি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা 

Paris
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

শাহরিয়ার অনতু :
আগামীকালের বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই ব্যতিক্রম নয় রাজশাহীও। রাজশাহীতে সকাল সন্ধ্যা হরতালকে ঘিরে আজ শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে টহল জোরদার করেছে। সেই সাথে বসানো হয়েছে পুলিশি বিশেষ চেকপোস্ট। আজ রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি প্রতিবেদককে জানান, জনজীবনে হরতালের নামে কেউ বাধাগ্রস্থ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হরতাল শুরুর সাথে সাথে জল কামান সহ নাশকতায় রাতে পুলিশের বিশেষ সাজায়া জান শহরের বিশেষ পয়েন্ট গুলোতে অবস্থান করবে। বিষয়গুলো নিয়ে আরএমপির ১২ থানার ওসিকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহী মহানগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিএনপির মহাসমাবেশ যোগ দিতে রাজশাহী মহানগর বিএনপির প্রায় অধিকাংশ নেতা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাই রাজশাহীতে বড় ধরনের নাশকতা সৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।  এদিকে, হরতালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‍্যাবও বিশেষ ভূমিকা পালন করবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের টাহলও জোরদার করা হবে বলে জানিয়েছে র্যাপ ৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ  শাহরিয়ার। এ সময় তিনি জানান, রাজশাহীতে হরতালকে ঘিরে কেউ নাশকতার চেষ্টা করলে তার  বিরুদ্ধে করলে র্যাব ও সোচ্চার থাকবে। অপরদিক,  রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুল রহমান পিপিএম জানান,  আগামীকালের বিএনপি’র ডাকা সকাল সন্ধ্যা হরতালে কেউ নাশকতা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  এ সময় তিনি আরো জানান, শান্তিপূর্ণভাবে  হরতাল পালন করলে পুলিশ কারো বিরুদ্ধে কোন অ্যাকশনে যাবে না। তবে হরতালের নামে জনগণের জান-মানের ক্ষতি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris