শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

মোকদ্দমা চলমান অবস্থায় নগরীতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Paris
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর ৬নং ওয়ার্ড অন্তর্গত লক্ষীপুর কাঁচা বাজার এলাকায় সাড়ে সাত কাঠা জমির দখল নিয়ে চলছে উত্তেজনা। বিবদমান জমিটি নিয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ আদালতে একটি স্বত্ব আপীল মোকদ্দমা চলমানও আছে বলে জানান মামলার বাদী তুহিন ও শাহীন। যার মামলা নং ৭৮/২০১৪। তারিখ ১৭/০৪/২০১৪। বাদীর অভিযোগ, নালিশী ও বিবদমান সম্পত্তিকে কেন্দ্র করে কোন প্রকার উত্তেজনা সৃষ্টি থেকে পরিত্রাণ পেতে উভয় পক্ষই রাজপাড়া থানায় আলাদা আলাদা লিখিত অভিযোগ দিলেও; পেশিশক্তির প্রয়োগ ঘটিয়ে জোরপূর্বক বিবাদীগণ দুই দফায় জমিটিকে শক্ত বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে। চলমান মামলার নালিশী সম্পত্তি এমন বেআইনী পন্থায় জোরপূর্বক দখল নেয়াটা আইনকে সরাসরি অগ্রাহ্য করার সামিল বলে মন্তব্য বাদীপক্ষের। উক্ত মামলার বিবাদীরা হলেন, বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকার হাজী আব্দুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম। ভুক্তভোগী তুহিন ও শাহীন উক্ত নালিশী মামলার ঐ তিনজন বিবাদীর বিরুদ্ধে জোড়পূর্বক পৈত্রিক সম্পত্তি দখলে নেবার অভিযোগ তুলে গত ১৩/১০/২০২৩ তারিখে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত মামলার বাদী ও রাজপাড়া থানায় করা অভিযোগকারি তুহিন ও শাহীন নগরীর ডিংগাডোবা এলাকার মৃত শুকুর মোহাম্মদের ছেলে। তারা জানায়, বিবদমান জমিটি তাদের দাদা মৃত ইসু শেখের নিজ নামীয় সম্পত্তি ছিল। তারা আরো বলেন, দলিল দস্তাবেজনুযায়ী সি/এস ও এস/এ রেকর্ড আমার দাদার নামে ছিল। ১৯৬১ সালে আমার দাদার মৃত্যুর দুই বছর পরে কে বা কাহারা উক্ত সম্পত্তি ১৯৬৩ সালে ক্রয়কৃত বলে দাবি করেন। দাদার মৃত্যুর দুই বছর পর মৃত ব্যক্তির নামীয় সম্পত্তি কিভাবে অন্যের নামে রেকর্ড হলো সেটি এখন বিচার্য বিষয় বলে দাবি বাদীপক্ষের। পরবর্তীতে উক্ত সম্পত্তিটি বর্তমানে ক্রয়পূর্বক বেআইনী স্বত্ব দাবি করছেন এই মামলার বিবাদীগণ বলে মন্তব্য বাদী তুহিন. শাহীনের। ফুপাতো ও মামাতো ভাই সাইদ-রফিকুল বলেন, আদালতে চলমান মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী পক্ষ যেনো বিবদমান জমিটিতে কোন প্রকার জবর দখল করার চেষ্টা না করে সেবিষয়ে ০৬ নং ওয়ার্ড কাউন্সিলরকে একটু নজড় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করতে গেলে উল্টো তিনি আমাকে বিবাদী পক্ষের টান টেনে বলেন, তারা কিন্তু অনেক প্রভাবশালী ও অর্থশালী ব্যক্তি। তোমরা তাদের কাজে বাঁধা দিলে চাঁদাবাজির মামলা দিয়ে ঝামেলা পাকাবে। কাউন্সিলরের এমন বক্তব্যের পরেরদিন অভিযুক্তরা জমিটি জোড়পূর্বক ঘিরে নেন। কাউন্সিলর নুরুজ্জামান টুকুর উপস্থিতিতেই এমন আইন পরিপন্থি জবর দখল করেছে বলে জানান মামলার বাদীপক্ষ ও তার স্বজনরা। এদিকে, এমন অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর নুরুজ্জামান টুকু বলেন, সীমানা প্রাচীর দেবার সময় আমি উপস্থিত ছিলাম না। বিবাদিরা আমাকে খাজনা খারিজের কাগজপত্র ও অন্যান্য দলিলদস্তাবেজ দেখিয়েছে, তাই আমি তাদেও পক্ষে কথা বলেছি মাত্র। বাদীরা সেগুলো দেখাতে ব্যর্থ হয়েছে। অভিযোগকারিরা আরো জানান, জোড়পূর্বক দখলকে কেন্দ্র করে রাজপাড়া থানায় অভিযোগ দায়েরের পর দায়িত্বপ্রাপ্ত এসআই মতিন বিবদমান ও নালিশী সম্পত্তিতে সরেজমিনে গিয়ে ছবি তোলেন। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিবদমান জমিটি দখল করার চেষ্টা না করা ও বিশৃঙ্খলা পরিহার করার দিক নির্দেশনা দিয়ে গেলেও সেটিও অমান্য করেছে অভিযুক্তরা। ঘটনার সত্যতা স্বীকার করে এসআই মতিন বলেন, আইন শৃঙ্খলার কোন অবনতি যেনো না হয় সেটিন প্রতি লক্ষ্য রাখা আমাদেও অন্যতম কর্তব্য। কোনপক্ষ জমি দখল করলো সেটি আদালত দেখবে। আদালতে স্বত্ব আপীল মোকদ্দমা চলমান থাকাবস্থায় জোড়পূর্বক বিবদমান জায়গাটি কেনো ঘিরে ফেললেন জানতে চাইলে মামলার দ্বিতীয় নম্বর বাদী শফিকুল ইসলাম প্রতুত্ত্বরে বলেন, এই বিষয়ে আমি জানিনা. আমার কোন আইডিয়া নাই। এখানে আইডিয়া বলতে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি অবগত নন!


আরোও অন্যান্য খবর
Paris