বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : মেয়র গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

Paris
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুরে কাঠ ও টিনর্ভতি ছোট ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজের তিনদিন পর রুবেল আলী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত রুবেল আলী সদর উপজেলার নারায়নপুরের জহুরপুর গ্রামের এনামুল হকের ছেলে। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রশরশিয়া থেকে জহুরপুরে যাওয়ার পথে বান্নাপাড়া নামক এলাকায় এ কাঠভর্তি নৌকাডুবির ঘটনা ঘটে। একই নৌকায় সাথে থাকা আরেক মাঝি সাঁতরে উঠলেও তিন দিন ধরে নিখোঁজ ছিলেন রুবেল আলী। নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেনজির আলী জানান, গত তিনদিন আগে শিবগঞ্জ উপজেলার পাঁকা দশরশিয়া থেকে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুরে যাওয়ার পথে বান্নাপাড়ায় এলাকায় গেলে কাঠ ও টিনভর্তি নৌকাটি ডুবে যায়। এসময় একই সাথে আসা আরেকটি নৌকার দুই মাঝি একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রুবেল আলী নিখোঁজ ছিল। আজ সকালে কয়েক কিলোমিটার দূরের গোয়ালডুবি ঘাটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক জানান, গত বুধবার পদ্মা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে রুবেল নামের একজন মাঝি পানিতে ডুবে নিখোঁজ হয়। শনিবার সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris