সোমবার

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

ধামইরহাটে হজ্ব ও ওমরা কাফেলা নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্-এর উদ্বোধন

Reporter Name
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে হজ্ব ও ওমরা কাফেলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা ধামইরহাট সরকারি এম এম কলেজের হলরুমে এ কাফেলার উদ্বোধন করা হয়। ধামইরহাটের বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মো.জাকারিয়া হোসেন এ কাফেলা প্রতিষ্ঠা করেন। এখন থেকে ধামইরহাটের নিজেস্ব প্রতিষ্ঠান হিসেবে নববী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর লাইসেন্স নং-০০২৬,আল-সেলিম ট্যুরস এন্ড ট্রাভেলস্ ব্যানারে চলবে। কাফেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এসএম খেলাল-ই রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মাওলানা মো.বায়েজিদ আহমেদ কাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক,গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আলহাজ্ব ড.মো.আতোয়ার রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ সহকারি অধ্যাপক আলহাজ্ব মো.ফরিদুজ্জামান,মুফতি মাওলানা আব্দুল্লাহ,প্রভাষক আব্দুর রউফ মন্ডল,হাফেজ মাওলানা মো.আরিফ বিল্লাহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris