শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আউট সোর্সিং-মাস্টার রোল নামে নিয়োগ বাণিজ্য?

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
সরকারি, আধা-সরকারি, বে-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউট সোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) পদ্ধতিতে নিয়োগ বাণিজ্য চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সংবিধান লঙ্ঘন ও আদালত অবমাননা রোধে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের মাধ্যমে বাংলাদেশ সুরক্ষায়’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, বৈষম্য কমাতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোটা লেখা থাকলেও প্রয়োগের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি আছে। কোটা পদ্ধতি রহিতের নামে সরকারি, বে-সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে আউট সোর্সিং, মাস্টার রোল, চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নানা শিরোনামে নিয়োগ বাণিজ্য চালাচ্ছে যা সংবিধান বিরোধী ও বে-আইনি। মেহেদী হাসান বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ৮০ শতাংশ আঞ্চলিক তথা জেলা কোটা এবং ২০ শতাংশ মেধা/সাধারণ কোটা ছিল। সেই কোটা বাস্তবায়নসহ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন মতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি করেন তিনি। একইসঙ্গে কোনো একটি কোটায় প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রাধিকারভুক্ত কোটার প্রার্থী দিয়ে কোটা পূরণসহ সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি আদায়ের কয়েকটি কর্মসূচিও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। যার মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী বরাবর আগামী ৩ অক্টোবর উপজেলা/থানা ইউনিট কর্তৃক স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান; প্রধানমন্ত্রী বরাবর আগামী ১০ অক্টোবর জেলা-মহানগর ইউনিট কর্তৃক স্ব-স্ব জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান; আগামী ১৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বিশিষ্টজন, কোটায় সুবিধাভোগী জেলা, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা; শাহবাগ চত্বর ২৬, ২৭, ২৮ অক্টোবর অবস্থান কর্মসূচি; ২৬ অক্টোবর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয়, জেলা-মহানগর, প্রাতিষ্ঠানিক ইউনিট প্রতিনিধিদের নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান; ২৭ অক্টোবর অবস্থান ও ২৮ অক্টোবর ২০২৩ সমাবেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris