সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগমারায় এনা প্রপার্টিজের এপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রম শুরু

Paris
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মচমইল থেকেস সংবাদদাতা
বাগমারাবাসীর জন্য বিশাল সুখবর নিয়ে আসছে এনা প্রপার্টিজ। এই এনা প্রপার্টিজের কর্ণধার বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলার প্রাণ কেন্দ্র ভবানীগঞ্জ হেড কোয়ার্টারে একটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্র ভবানীগঞ্জ নিউমার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের মনোরম পরিবেশে ব্যবসা করার সুযোগ সৃষ্টি করেছেন। এবার তিনি সেই নিউমার্কেট সংলগ্ন ফকিরানী নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে সাত তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক এপার্টমেন্ট হাউজ” এনা রিভার ভিউ নির্মাণের কার্যক্রম শুরু করেছেন। এই কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে প্রকল্প এলাকায় একটি সুবিশাল সাইন বোর্ড টাঙ্গানো হয়েছে। এ সময় উপস্থিত থেকে সাইন বোর্ড উত্তোলন কার্যক্রম উদ্বোধন করেন এনা প্রপার্টিজের পার্চেজ এন্ড প্রকিউরমেন্ট শাখার জিএম ও সাংসদের ছোট ভাই মনিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন, সালেহা ইমারত কোল্ড ষ্টোরেজের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, সিনিয়র হিসাব রক্ষক সোহরাব হোসেন মাসুম ও ভবানীগঞ্জ নিউমার্কেটের প্রকৌশলী বাবুল হোসেন। জিএম মনিমুল হক জানান, বাগমারায় এনা প্রপার্টিজের এপার্টমেন্ট প্রকল্পের কার্যক্রম এই প্রথম। সাত তলা বিশিষ্ট এই ভবন হবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং অত্যাধুনিক এবং ভবানীগঞ্জের সবচেয়ে মনোরম পরিবেশে এটি নির্মাণ করা হবে। খুব শীঘ্রই এই ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। নির্মিত এসব এপার্টমেন্ট কিন্তির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারনের মাঝে বিক্রি/ ভাড়া প্রদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris