শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীর ঋণের টাকা ছিনতাই

Paris
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী নারী শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর মহল্লার কসির উদ্দিনের স্ত্রী। এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলা মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযোগ বলা হয়, দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর ব্র্যাক ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করে ভাতিজা মোহাব্বতের রিকশাযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সহড়াতলা মহল্লায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মরিয়মকে রিকশা থেকে নামিয়ে হঠাৎ মারধর করতে থাকে। পরে ভাতিজা মোহাব্বতের কাছে থাকা ৫০ হাজার টাকার ব্যাগ ছিনতাই করে নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, উভয় পক্ষের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ আছে। এ কারণেই এ ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris