রবিবার

১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

Norway

আরএমপি মিডিয়া মুখপাত্র জামিরুলের দায়িত্ব গ্রহণ

Reporter Name
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

আরএমপি মিডিয়া মুখপাত্র ও মিডিয়া শাখার দায়িত্ব দেয়া হয়েছে মো: জামিরুল ইসলামকে। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে আরএমপি’র পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশের পরে তিনি এই দায়্ত্বি গ্রহণ করেন বলে জানান জামিরুল ইসলাম। তিনি জানান, আমি ২০১০ সালে ২৮ তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করি। আরএমপিতে যোগদানের পূর্বে আমি পুলিশ সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, সাতক্ষীরা জেলা, মেহেরপুর জেলায় দায়িত্ব পালন করেছি। আমার জন্ম নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করি। পূর্ববর্তী কর্মস্থলসমূহে আমি সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থেকেছি। আশা করি মিডিয়া শাখার দায়িত্বে থাকাকালে অনুরূপ সম্পর্ক বজায় থাকবে। আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris