বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক

‘চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন’

Paris
Update : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসে (ইবাসা) স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা বিষয়ে আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘প্রাণবিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন। এর মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগ-ব্যাধির কারণ নিরূপণ ও তার সমাধানের পথ খুজে পাবো।’ বৃহস্পতিবার(১০ আগস্ট) বেলা ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, এই গবেষণার ফলে সাম্প্রতিক বিভিন্ন রোগ-ব্যাধি যেমন করোনা, মাংকি পক্স, ডেঙ্গু, ডায়াবেটিস, বাথজ¦র ইত্যাদি রোগ সম্পর্কে আরো জানতে পারবো ও তার জন্য যথাযথ চিকিৎসার নির্দেশনাও পাওয়া যাবে। যে কারণে আগামীতে এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ যেসব গবেষণা উদ্যোগ নিবেন তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সূত্র থেকে পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করে দেওয়া হবে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাহান আরা খানমের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য দেন-রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এণ্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু রেজা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন ও ইবাসার ড. মো. আরিফুল হক। সেমিনারটি সঞ্চালনা করেন ইবাসার অধ্যাপক এস এম শাহিনুল ইসলাম। পরে রাবি উপাচার্য অনুষ্ঠানের বক্তাদের স্মারক উপহার দেন বলে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।


আরোও অন্যান্য খবর
Paris