সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাঘায় প্রতি পিচ ছাগীর চামড়া বিক্রি ১০ টাকায়!

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার বাঘা : রাজশাহীর বাঘয় ১০ টাকা দরে প্রতি পিচ ছাগীর চামড়া বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ঈদুল আযহার দিন দুপুরে কোরবানির পশুর চামড়া ফড়িয়ারর গ্রামে ঘুরে কিনতে দেখা দেখা গেছে। এ বিষয়ে আড়ানী গোচর গ্রামের ফড়িয়ার চামড়া ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, চাহিদা না থাকায় ছাগী (বরকি) ছাগলের একটি চামড়া ১০ টাকা দরে ক্রয় করছি। এ দামে কিনে নিয়ে স্থানীয় আড়তে বিক্রি কররো। পরিবহন খরচ বাদ দিয়ে একটি ছাগীর চামড়াতে এক/দুই টাকা লাভের আশা করছি। আড়ানী গোচর গ্রামের সমাজ প্রধান আকরাম আলী বলেন, চামড়ার কোন চাহিদা নেই। কোরমবানির পশুর চামড়া কেউ কিনতে চাচ্ছিলনা। অবশেষে স্থানীয় একজন ফড়িয়ার এসে খাসী ছাগলের চামড়া প্রতি পিচ ৩০ টাকা আর ছাগীর চামড়া ১০ টাকা দরে বিক্রি করেছি। এ দিকে আড়ানী চকরপাড়া গ্রামের সমাজ পরিচালক রুবেল আহম্মেদ বলেন, ছাগীর চামড়া ১০ টাকা, খাসীর চামড়া ২০ টাকা এবং ৩-৪ মণ ওজনের গরুর চামড়া ৫০০-৫৫০ টাকায় প্রতি পিচ গড় বিক্রি করা হয়েছে। আড়ানীর চামড়া আড়তদার আশরাফুল ইসলাম বলেন, চাহিদা না থাকায় চামড়া কম দামে নিতে হচ্ছে। এ চামড়া কিনেও লাভ হবে কিনা জানা নেই। তারপরও কিনেছি। ফড়িয়ারদের কাছে দুই-এক টাকা বেশি দিয়ে চামড়া কিনেছি। এছাড়াও সমাজ প্রধানের প্রতিনিধিরা চামড়া নিয়ে আসছেন। তাদেরও কাছে থেকে ফড়িয়ারদের মতো দাম দিয়ে কিনেছি।


আরোও অন্যান্য খবর
Paris