সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আ’লীগ সরকার ক্ষমতায় আছে বলেই নারীরা সম্মানিত : এনামুুল

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার (০১ জুলাই) সকাল ১০ টায় উপজেলার শিকদারী কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুরুতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইঞ্জিনিয়ার এনামুল হক। ঈদ পরবর্তী এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের তৃণমূলের সাথে দলীয় ভিত্তি আরো সুদৃঢ় হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সকল নারী সম্মানিত। পুরুষের পাশাপাশি তারাও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। প্রতিটি ক্ষেত্রে মায়ের নাম সংযোজন করতে হচ্ছে। সন্তানের পরিচয়পত্রে মা-বাবা উভয়ের নাম থাকছে। সন্তানের মায়ের এ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সরকারী সহযোগিতা। চাইলে নারীরাই দেশের প্রতিটি উন্নয়নে অংশ নিতে পারে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে নারীরা নিরাপদ থাকে। নারীরা নিরাপদ থাকতে চাইলে আসন্ন নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। এরকম অনুষ্ঠানের মাধ্যমে ঈদ-উল-আযহার প্রকৃত রুপ ফুটে উঠে। ঈদ-উল আযহা উপলক্ষে নেতৃবৃন্দ একে অন্যের সাথে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষার পাশাপাশি সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উঠে। এমন অনুষ্ঠান তৃণমূলের নেতৃবৃন্দের সাথে সরাসরি সাক্ষাত করার সুযোগ হয়ে উঠে। হাজারো নেতৃবৃন্দের আগমনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভোজ অনুষ্ঠান যেন মিলন মেলায় রুপ নেয়। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ভোজ অনুষ্ঠানে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন। উপস্থিত ছিলেন মহিলা লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম, নারগীস বেগম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন আর ২টি পৌরসভার মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris