সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সালমানকে না মেরে শান্ত হবো না’

Paris
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

এফএনএস : কখনো চিঠি, কখনো ই-মেইলে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরে লরেন্স বিষ্ণোই এক সাক্ষাৎকের তাকে হত্যার হুমকি দেন। ফের প্রকাশ্যে এ অভিনেতাকে হত্যার হুমকি দিলেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগি গোল্ডি। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি। গোল্ডি বলেন, ‘সিধু মুসেওয়ালাকে মেরেছি, এবার সালমান খানকে হত্যা করব। আমরা অবশ্যই তাকে হত্যা করব। সালমানকে হত্যা করাই তার (লরেন্স বিষ্ণোইর) মূল টার্গেট।’ সালমানকে হত্যার সব চেষ্টা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে গোল্ডি বলেন, ‘ভাই সাহেব (লরেন্স বিষ্ণোই) বলেছেন তিনি (সালমান) ক্ষমা চাইবেন না। তিনি তখনই দয়া দেখাবেন, যখন তার মধ্যে দয়া আসবে। আমরা আগেও বলেছি, যত দিন পর্যন্ত আমরা জীবিত আছি, শুধু সালমান খান নয়, আমরা আমাদের সব শত্রুকে হত্যার চেষ্টা চালিয়ে যাব। তবে সালমান আমাদের মূল টার্গেট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা যখন সফল হব, আপনারা তা জানতে পারবেন।’ এর আগে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় পাঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালাকে। এ গায়ককে হত্যার কথা স্বীকার করেন গোল্ডি। গোল্ডি বলেন, ‘সিধু মুসেওয়ালাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তিনি অহংকারী ব্যক্তি ছিলেন। আর সিধু পুরোপুরি বিগড়ে গিয়েছিলেন। সিধু তার রাজনৈতিক ক্ষমতা আর ধনসম্পত্তির অপব্যবহার করতেন। তার কাছে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ছিল। আর সিধু আমাদের ব্যক্তিগত অনেক ক্ষতি করেছিলেন। আর এমন কিছু অন্যায় কাজ করেছিলেন, যা ক্ষমার অযোগ্য। তাই তাকে যোগ্য শিক্ষা দেওয়া হয়েছে।’ সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন। বিষ্ণোই এখন জেলে রয়েছেন। তবে গোল্ডিকে গ্রেপ্তার করতে পারেনি।


আরোও অন্যান্য খবর
Paris