সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লালপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, আহত ৫

Paris
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার, লালপুর

গতকাল শনিবার দুপুর ৩ টার দিকে নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় চার্জার চালিত ভ্যানের যাত্রী আফিয়া বেগম (৬০) ও আনজেরা বেগম (৬৫) নামের দুই নারী নিহত সহ আরো ৫ জন আহত হয়েছে। উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের থান্দারপাড়া এলাকায় ওই দুর্ঘটনায় আফিয়া ঘটনাস্থলে মারা যায় ও আনজেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথের মধ্যে মারা গেছে বলে জানা যায়। এঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয় এবং আতিক(১৬) সহ জীবন(১৬)নামের দুই জনকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক চালক পালিয়ে গেছে। নিহত আফিয়া মোহরকয়া নতুন পাড়া গ্রামের জলিল খামারুর স্ত্রী ও আনজেরা একই এলাকার ইনছার আলীর স্ত্রী। আহতরা হলো, ফুল রুবি(৪৫),জোসনা বেগম(৪৫),আনোয়ারা বেগম

(৭০),চায়না বেগম(৫৫) ও কালু মন্ডল(৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনজেরা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েদেন। পরে পথের মধ্যে তার মৃত্যু হয়। জানা যায়,ঘাতক মাটি বোঝাই ট্রাক্টর সহ দুই জনকে আটক করে রাখেন স্থানীয়রা। পরে ঘাতক ট্রাক্টর সহ পুলিশ তাদের উদ্ধার করে থানায় আনে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আরোও অন্যান্য খবর
Paris