সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারায় কৃষি প্রনোদনার উদ্বোধন করলেন এমপি এনামুল হক

Paris
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় বিনামূল্যে কৃষি প্রনোদনার উদ্বোধন করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ, ২০২৩-২৪ মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও অন্যান্য উপকরণ সহ আমন ধানের বীজ (উফশী) ও সার এবং আমন ধান (হাইব্রিড) বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষি প্রনোদনার উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তর‌্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক। প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৫শ ৫০ জন কৃষকের মাঝে উফশী জাতের রোপা আমন ধানের ৫ কেজি করে ধান প্রত্যেক কৃষককে ও ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৩৩০ জন কৃষককে ১ কেজি করে পিঁয়াজের বীজ এবং একই পরিমান সার প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris