শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরাফাতের দিন খুতবা দেবেন শেখ ইউসুফ বিন মুহাম্মাদ

Paris
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

এফএনএস

এ বছর পবিত্র হজে আরাফাতের দিন মসজিদে নামিরায় খুতবা দেবেন সৌদির প্রখ্যাত আলেম ও কাউন্সিল অব সিনিয়র স্কলার’র সদস্য শেখ ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। বিকল্প খতিব হিসেবে থাকবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ মাহের বিন হামাদ আল মুয়াইকলি। সৌদির সর্বোচ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে এক নির্দেশনায় বিষয়টা জানানো হয়েছে। গত রোববার রাতে সৌদি আরবের সুপ্রিম কাউন্সিল ঘোষণা করেছে যে, জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭জুন হবে আরাফার দিন। এরপরে ২৮জুন দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।  গত সোমবার আরব নিউজের খবরে বলা হয়, শেখ ইউসুফ বিন মুহাম্মাদকে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি এ বছরের পবিত্র হজ উপলক্ষে আরাফাতের খুতবা দেবেন। শেখ ইউসুফ বিন মুহাম্মাদ বিন সাঈদ মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও অন্যান্য বেশ কয়েকটি মসজিদে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি মসজিদ ও ঈদের নামাজের মাঠে খতিব হিসাবে কাজ করেছেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। শেখ ইউসুফ বিন মুহাম্মদ বর্তমানে কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের একজন সদস্য। ২০২০ সালে এই কাউন্সিলের সদস্য হন তিনি। এর আগে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাকাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের ফেইথ অ্যান্ড কনটেমপোরারি ডকট্রিন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। দুই বছরের মাথায় (১৯৯৭) বিভাগের আন্ডারসেক্রেটারি হন। ২০০৬ সালে ফেইথ অ্যান্ড কনটেমরোরারি ডকেট্রিন বিভাগের সহযোগী অধ্যাপক হন। এর আগে ২০০২ সালে একই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ ইউসুফ ওই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণা পরীক্ষা কমিটির একজন সদস্য। পিএইচডি গবেষণা পরীক্ষা কমিটির সদস্য হিসেবে শেখ ইউসুফ বিন মুহাম্মাদ অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন কিং সৌদ ইউনিভার্সিটি, উম্ম আল-কুরা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, তাইবা ইউনিভার্সিটি, দাম্মাম ইউনিভার্সিটি বা ইমাম আবদুল রহমান বিন ফয়সাল ইউনিভার্সিটি ও প্রিন্সেস নওরাহ বিনতে আবদুলরহমান ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের সাথে অনেক বৈজ্ঞানিক থিসিসের তত্ত্বাবধান করেছেন। শেখ ইউসুফ বিন মুহাম্মাদ চার বছরের জন্য ইসলাম ধর্ম বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সৌদি সরকারের বিভিন্ন পদেও কাজ করেছেন। যেমন ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা কমিটির সভাপতি, মন্ত্রণালয়ের পবিত্র কোরআন প্রতিযোগিতা কমিটির প্রধান, মন্ত্রণালয়ের হজ কমিটির ভাইস চেয়ারম্যান ও কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কোরআন অনুবাদ কমিটির প্রধান ছিলেন তিনি। শেখ ইউসুফ বিন মুহাম্মদ একজন হাফেজ। অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্ত করেছিলেন তিনি। তার শিক্ষকদের মধ্যে ছিলেন সাবেক সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ ও গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখের মতো বিখ্যাত আলেমরা। শিক্ষাজীবনে শেখ ইউসুফ বিন মুহাম্মদ রিয়াদের কলেজ অফ ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন থেকে স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি সৌদির একজন প্রভাবশালী লেখক। ৩০টিরও বেশি বই লিখেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris