সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

লন্ডন থেকে বাগমারাবাসীর খবর নিচ্ছেন এমপি এনামুল

Paris
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

মচমইল সংবাদদাতা

আপমর বাগমারাবাসীই আমার আপনজন আমার পরম আত্মীয়। পৃথিবীর যে প্রান্তেই যাই বাগমারার মাটি মানুষ আমার হৃদয়ে মিশে থাকে। আমি তাদের কথা ভুলতে পারিনা। বাগমারাবাসীর মাঝে আমি যে শান্তি খুজে পাই তা আর পৃথিবীর কোথাও পাই না। তাই তো লন্ডনে বসে আমার মন ছুটে চলে বাগমারার গ্রাম থেকে গ্রামান্তরে। আবেগঘন এই কথাগুলো বলেছেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। বাগমারার আপামর মানুষের সাথে ণন্ডনে বসে এমপি এনামুল হক ভিডিও কলে এভাবেই বাগমারার দলীয় নেতাকর্মী ও আপামর গনমানুষের সাথে কথা বলে তাদের খোজ খবর নিয়েছেন।

দলীয় নেতাকর্মী ও এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারি আতাউর রহমান জানান, এমপি এনামুল হকের একমাত্র কন্যা তানজিয়া ফারহানা হক তান্নী লন্ডনে ব্যারিস্টারী অধ্যয়ন করছেন। আর ছয়মাস পরেই তার ব্যারিস্টারী কমপ্লিট হয়ে যাবে। বিগত তিন বছর পূর্বে তান্নী ব্যারিস্টারী পড়তে লন্ডন গমন করেন। একমাত্র মেয়েকে লন্ডন পাঠিয়ে বিমর্ষ হয়ে পড়েন ইঞ্জি এনামুল হক। তাই দীর্ঘদিন পর মেয়েকে দেখতে গত বরিবার বৃটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি লন্ডন গমন করেন। লন্ডন গেলেও ইঞ্জি এনামুল হকের মন পরে রয়েছে বাগমারায়। তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না বাগমারা মাটি ও মানুষকে। তাই তো অবসর পেলেই ভিডিও কলে আপমর বাগমারাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলছেন ও যোগাযোগ রাখছেন। তিনি দলের সিনিয়র নেতা, ছাত্রলীগ যুবলীগ মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সাথেও কথা বলেছেন এবং খোজখবর নিয়েছেন বাগমারার সার্বিক বিষয়ে। এ সময় দলের নেতাকর্মীরা ইঞ্জি এনামুল হককে আশ্বস্থ করে জানান, বাগমারার আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয় বেশ ভাল রয়েছে। একমাত্র কন্যাকে দেখতে লন্ডনের সফর ও বাগমারায় প্রত্যাবর্তন বিষয়ে জানতে চাইলে ইঞ্জি এনামুল হক সানশাইনকে জানান, একমাত্র মেয়েকে দেখতে লন্ডনে আসলেও আমার মন পড়ে রয়েছে বাগমারার প্রান্তরে প্রান্তরে। বাগমারার মানুষের মাঝে। আল্লাহ সহায় হলে আগামী শুক্রবারের মধ্যেই আমি আমার প্রাণ  প্রিয় বাগমারাবাসীর সাথে মিলিত হতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।


আরোও অন্যান্য খবর
Paris