রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

পৃথিবীর গতি প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে ভারত, চীন এবং বাংলাদেশ : শাহরিয়ার আলম

Paris
Update : সোমবার, ২২ মে, ২০২৩

চারঘাট প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামীতে এশিয়ার তিনটি দেশ পৃথিবীর গতি প্রকৃতি ও পারফরম্যান্স লিড করবে। দেশ তিনটি হলো ভারত, চীন এবং বাংলাদেশ। এই তিনটি রাষ্ট্রের উপরে ভর করেই এশিয়া এগিয়ে চলছে করোনা মধ্যেও, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও। রবিবার (২১ মে) সকালে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যে ঝুঁকি নিই, যে পদক্ষেপ গুলো নিই, যে কাজগুলো নিই, আমি জানি ১০ কদম দিলে যে জায়গায় পৌঁছাবো সে জায়গাটা সবচেয়ে বড় নিরাপদ। যেকোনো প্রতিবন্ধকতার পরেও আমরা সে দশ কদম ফেলবো। আর ঠিক সেই কাজটিই করছেন জননেত্রী শেখ হাসিনা। যত বাঁধাই আসুক, যত ঝুঁকিই আসুক আমরা জানি এই পলিসি কন্টিনিউ করলে বাংলাদেশকে আর কেউ পেছন থেকে থেকে টেনে ধরতে পারবেনা। স্মার্ট কর্মসংস্থান মেলায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শাহরিয়ার আলম বলেন, দশ পা ফেলার পরে যে বিশ্ব, দশ পা ফেলার পরে যে দেশ,  এটার যে ভবিষ্যৎ সেটার জন্য তৈরি হউ। আর সে তৈরিটার জন্যই আজকের এই স্মার্ট কর্মসংস্থান মেলা। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দিনব্যাপী এই স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন। স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন শেষে বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাজশাহী ও চারঘাট-বাঘার এলাকার জনগণকে সুখবর দিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তা করবেন। রাজশাহীর শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য চারঘাট উপজেলার শিবপুরে ১৬১ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে। চারঘাটের ১১৬টি প্রতিষ্ঠানে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে। সেই সঙ্গে চারঘাট-বাঘা দুই উপজেলাতে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ সেন্টার করা হবে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর কয়েক হাজার দক্ষ ফ্রিল্যান্সার বের হবে। যারা নিজেরা আয় করার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে স্মার্ট মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পুলিশ সুপার এ বি এম মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এ এম রফিকুন্নবী, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, ব্রাক-কুমন-এর প্রধান নেহাল বিন হাসান প্রমুখ। আইসিটি ডিভিশন, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এটুআই, আইডিয়া, ইডিজিই আয়োজিত দিনব্যাপী এই মেলায় ২০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে। শিক্ষিত ও দক্ষ তরুণ-তরুণীরা চাকরির জন্য নিবন্ধন করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে তাদের জীবন বৃত্তান্ত দিয়েছেন। এছাড়া মেলা উপলক্ষে আইসিটি ডিভিশনের পক্ষ থেকে ৪ জন ফ্রিল্যান্সারকে ৪টি ল্যাপটপ এবং ৩০ জন উদ্যোক্তাকে নগদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris