সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পবায় পারিলা ইউনিয়নের উপ-নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্যর শপথ গ্রহণ

Paris
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

পবা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার ৯নং পারিলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্য সুজন কবিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে সদস্যবৃন্দের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। এসময় অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা নির্বাচন অফিসের প্রতিনিধি রবিউল ইসলাম, সমাজসেবক ও ব্যবসায়ী রাজ্জাক আলী, সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২২ সালে পারিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বামনশিকড় গ্রামের মৃত আকবর আলী মেম্বার এর ছেলে নয়ন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। এরই প্রেক্ষিতে ২০২৩ সালের ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অংশগ্রহণ করে চারজন প্রার্থী। প্রয়াত নয়ন কবির এর ছোট ভাই সুজন কবির উপ-নির্বাচনে তালা প্রতিকে অংশগ্রহণ করে ১১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন আলী ফুটবল প্রতিকে পেয়েছিলেন ১০৫২ ভোট।

 


আরোও অন্যান্য খবর
Paris