সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শিবগঞ্জে ইউপি সদস্য আলম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের গুটুপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলাম জঞ্জালীর ছেলে মুকুল (৫০) ও একই ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত শাজাহান আলী কালুর ছেলে রবিউল ইসলাম (৪০)। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রাত পৌণে দুইটার দিকে সদর উপজেলার নসিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে নসিপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মকুুল ও রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলো। এছাড়া জামিনে আছেন ১৭ আসামি। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিন করে রিমাণ্ডে নেয়া হয়। তিনি আরও জানান, হত্যা মামলায় আসামি হওয়ায় মুকুলের বিরুদ্ধে বাদিকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার মুকুল ও রবিউলকে রিমাণ্ডের জন্য আদালতে আবেদন করা হবে। প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেনকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদি হয়ে ৫৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আরোও অন্যান্য খবর
Paris