বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড শিল্পা শেঠির বিরুদ্ধে পশু নিগ্রহের অভিযোগ উৎকণ্ঠার অবসান, স্বজনের বুকে ২৩ নাবিক কলেজে ভর্তি অনলাইনে আবেদন শুরু ২৬ মে, ফাঁকা থাকবে ৮ লাখের বেশি আসন সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুলের ইফতার মাহফিল

Paris
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন কেউ ভুলের উর্দ্ধে নয়। ভুল-ত্রুটি থাকলে তিনি সাংবাকিদের ধরিয়ে দেয়ার আহবান জানান। এলাকার উন্নয়ন ধারা বজায় রাখতে অভিন্ন ভাবে উপজেলার সকলে এক হয়ে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন। এতে উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রাশেদুল হক ফিরোজ, সাবেক সভাপতি আলতাফ হোসেন, ইউসুফ আলী সরকার, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, নাজিম হাসান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, যুগ্ম সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাংবাদিক এস.এম. সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার সুজন প্রমুখ। এ সময় তাহেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট, হাট গাঙ্গোপাড়া প্রেসক্লাবের সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ বাগমারায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালের সংবাদকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাগমারায় কর্মরত সাংবাদিকদের ঈদ-উল-ফিতর উপলক্ষে সৌজন্য উপহার প্রদান করেন।


আরোও অন্যান্য খবর
Paris