মঙ্গলবার

১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সারাদেশে নিম্ন আয়ের মানুষের জন্য ১২৬০০ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ রুয়েটের নতুন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান বিএসএফ’র পোশাকধারী মাদক পাচারকারী রাজশাহীর রেন্টু আটক রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে ২১ জন গ্রেফতার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দিচ্ছে সরকার ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা আরডিএ খাঁচা মার্কেটের দেয়ালে গাছের শেকড়ের ফাঁটল, মারাত্মক ঝুঁকিতে ভবন ফাহাদ বায়োলজি থেকে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া ২৫৯ শিক্ষার্থীকে সংবর্ধণা প্রদান ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম

ভাষাসৈনিক মনোয়ারা রহমান ও পিনুর মৃত্যু বার্ষিকী পালিত

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীতে ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী ও তার সন্তান শহীদুর রহমান পিনুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) বেলা ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউজিসির মিটিংয়ে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। প্রধান আলোচকের বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য আহমদ শফি উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার।
এ সময় বক্তব্য দেনÑ রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, সাবেক ছাত্রনেতা আব্দুল মুগনী নিরো প্রমুখ। সমাবেশে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইফসুফ, সিনিয়র সদস্য মো. মাজেদুর, পাদুকা ব্যবসায়ী নেতা মো. রিপন, স্মৃতি পরিষদ সদস্য জামিল হোসেন জনি, আল-আমিন হোসেন, রাতুল সরকার, রুকাইয়া চৌধুরী, ইফফাত আরা মমি, সাগর নোমানী, মো. টিটো, মো. রাজন, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদার, ইকবাল হাসান টাইগার, মিজানুর রহমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris